আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর আ.লীগের সম্মেলন ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে । এদিন ঘোষনা করা হবে নতুন এক কমিটি। রোববার (২ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। সভায় আরও বক্তব্য রাখেন এমপি শামীম ওসমান, মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন। জানা গেছে, ২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের অংশগ্রহনের নানান সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়। সেখানে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন মির্জা আজম।

সূত্র মতে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যকার কোন্দলসহ নানা বিষয়ে খোঁজ নিয়ে রেখেছে কেন্দ্র। আর সকল বিষয়কে প্রাদান্য দিয়ে, ত্যাগি নেতাদের অগ্রাধীকার দিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটি হতে পারে।