আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ’লীগের সঙ্গে মহাজোটে নেই জাপা- মশিউর রহমান রাঙ্গা

মহাজোটে নেই জাপা

মহাজোটে নেই জাপা

 

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি আওয়ামীলীগের সঙ্গে মহাজোটে নেই। জাতীয় পার্টি বিরোধী দল মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহন করবে।
মঙ্গলবার (১৫ মে) নারায়ণগঞ্জের চাষাড়ায় দশ তলা বিশিষ্ট সমবায় নিউ মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে তার স্ত্রী রাকিবা নাসরনি উপস্থিত ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মহাজোটে জাতীয় পার্টি অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের সঙ্গে আওয়ামীলীগের কোন মহাজোট নেই। কারণটা হচ্ছে যে আমরা বিরোধী দল। বিরোধী দল থেকে একটা নতুন কনসেপ্ট হচ্ছে সারা পৃথিবীতে। সব জায়গাতেই রয়েছে যে, চার, পাঁচটা দল, দশটা দল, বারোটা দল, সবার সঙ্গে এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য। দেশের উন্নয়নের জন্য। আপনি নিশ্চয় এই নয়, দশ বছরের উন্নয়নটা আপনি দেখেছেন। এরশাদ সাহেবের সময়ে আপনারা যে উন্নয়নটা দেখেছেন। সেটার কারণটা হচ্ছে তিনি এককভাবে সারা বাংলাদেশের যে রাস্তাগুলো করেছেন, এটা তিনি এককভাবে দীর্র্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তিনি করতে পেরেছিলেন। এবারও আমরা তাই মনে করি। আমরা একটা সহনশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারকে সব বিষয়ে সহায়তা করেছি। এবং সরকারের ভালো কাজকে সর্মথন করেছি। সরকারের যেসব মন্দ কাজকে আমরা বিরোধিতা করেছি। আমাদের নীতিমালাটা এখন সেরকমই। যে আমরা সেভাবেই আমরা সংসদে থাকতে চাই।
কোটা সংস্কারের পক্ষে আপনাদের অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোটা নিয়ে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু বলেছেন, উনি রাজনৈতিকভাবে কোন বক্তব্য দেননি। উনি পার্লামেন্টেই বলেছেন। পার্লামেন্ট একটি পবিত্র স্থান। সেখানে উনি বলেছেন। সুতরাং এটা নিয়ে আমরা, আমাদের মনে, জাতীয় পার্টির মনে কোনো সন্দেহ নেই। তবুও একটা নীতিমালাতো অবশ্যই লাগবে। কোটা ছিল, একটা জিনিস ছিল, কিছু পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করতে গেলে, একটু সময়ইতো লাগে। সেই কারণেই একটি নীতিমালা বা নতুন করে একটি নীতিমালা লাগবে। নীতিমালাটা হলেই আমার মনে হয় এটার সমাধান হয়ে যাবে। আমি অনুরোধ করবো যারা এই আন্দোলনের সাথে, যাতে জনগণের কোন ধরনের অসুবিধা না হয়। সে ধরনের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন যে কেউ অবশ্যই করতে পারে। সেটা করলে করতে পারে তারা। সেটা একটা আন্দোলনের স্বার্থে আন্দোলন করা হবে। এখানে যে দাবিটা মেনে নেয়া হয়েছে, সেই দাবিটা নিয়ে উত্তেজনাকর কিছু না করাটাই দেশের জন্য মঙ্গলজনক।
কোটা আন্দোলন জাতীয় পার্টি সমর্থন করে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা মেনে নিয়েছেন। সেটা পরিবর্তন করবেন বা বাতিল করেছেন। সুতরাং আবার নতুন করে তো একটা করতে হবে। তখন আমাদের কোন সহায়তা বা আমাদের কোন পার্লামেন্টে কোন আলোচনা হয় তা আমরা পার্লামেন্টেই বলবো।
গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী দেননি, খুলনাতে কেন দিলেন এমন প্রশ্নের জবাবে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা ইতিপূর্বে রংপুরে নির্বাচন করে ব্যাপক জয় লাভ করি। এবং তার পরবর্তিতে গাইবান্ধায় একটা সংসদ উপ নির্বাচনে আমরা জয় লাভ করেছি। এরপরে গাজীপুরে আমাদের ভালো প্রার্থী না থাকার কারণে হয়তো মাননীয় চেয়ারম্যান ওখানে প্রার্থী দেননি। খুলনাতে এখন পর্যন্ত আমাদের প্রার্থী রয়েছে। শেষ পর্যন্ত যদি কোন আলোচনা হয়। মাননীয় চেয়ারম্যান স্বিদ্ধান্ত নিবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কি আপনারা এককভাবে করছেন এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, আমরা এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করবো এখন পর্যন্ত এটা আমাদের স্বিদ্ধান্ত। জাতীয় পার্টি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারদের স্বিদ্ধান্ত এককভাবে সংসদ নির্বাচন করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সমবায় ব্যাংকের রেজিষ্টার আহসান হাবিব, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক শামীম রেজা, নারায়ণগঞ্জ সমবায় ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম প্রমুখ।

সর্বশেষ সংবাদ