সংবাদচর্চা ডেস্ক:
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মহা আকাশ জয়ে এবং বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, টেলিভিশন ও বেতার সম্প্রচার, ইন্টারনেট সেবাদান, ভি-স্যাটসহ ৪০ ধরনের সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।বাংলাদেশেকে আর বিদেশী স্যাটেলাইটের উপর নির্ভরশীল হতে হবে না ।
বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলার নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। সারা দেশে ইন্টারনেট সংযোগের মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন ধরণের ভোগান্তির দূর করেছে। আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন পরীক্ষার ফলাফল দেখা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম ঘরে বসেই পূরণ করা সম্ভব হচ্ছে।
গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এ সময় গোলাম দস্তগীর গাজী খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মোঃ রেজাউল বারী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আক্তার নীলা ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াপাড়া কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, চনপাড়া ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি লোকমান ভান্ডারী প্রমুখ।