আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদে বিস্ফোরণে নিহতের ঘটনায় মর্মাহত পিবিআই না.গঞ্জ

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিদগ্ধে নিহতের ঘটনায় পিবিআই নারায়ণগঞ্জ (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ মর্মাহত। সর্বশেষ পাওয়া তথ্য মতে এ ঘটনায় মসজিদের মোয়াজ্জিনসহ ২০ জন মুসল্লি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম  । তিনি জানান, মসজিদে বিস্ফোরণে নিহত এবং আহত হওয়ার ঘটনায় পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে।