আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদের রড চুরি

নিজস্ব প্রতিবেদক:

মাওলা আলী (রাঃ) সিটি জামে মসজিদ এর প্রায় ৪ টন রড চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর মসজিদ নির্মানের চলমান কাজের জন্য (BSI) 420w 60 GREAD 20 mm ৮ টন রড আনা হয় ।

গত ১০ সেপ্টেম্বর রাত প্রায় ৩ টায় ১০/১৫ জন লোক এসে দারোয়ান ফজল মিয়াকে বেধেঁ রেখে, ট্রাক যোগে মজুদকৃত ৩৯ বান্ডেল প্রায় ৪ টন রড নিয়ে যায়।

এ বিষয়ে মেসার্স আল-মিজান কনষ্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স এর পক্ষ থেকে মিজানুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঠিকাদার মিজানুর রহমান জানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করার চেষ্টা করছে।