নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের সাথে সাবেক কাউন্সিলর মুন্না বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
গত রাত ১১ টায় দুই দফা সংঘর্ষ লাগে। এতে দুই গ্রুপের প্রায় ৫০ জন আহত হয়েছে। জানা গেছে মসজিদের সভাপতি পদ ও টাকার হিসাব কে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, মসজিদের সভপতি পদ এবং টাকার হিসাব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে।। এসময় কাউন্সিলর কবির ও সাবেক কাউন্সিলর মুন্নাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মামলা করা হয়েছে, আসামীদের কোর্টে নেয়া হয়েছে।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবে না। কোন তদবির শোনা হবে না।