আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মশুরীখোলা দরবারের ওরছ উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা

মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ আহসান উল্লাহ (রহ.) ১৫০তম ওরছ শরিফ সফল করার লক্ষে “মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া” নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে ফতুল্লার কাশিপুর কলেজ রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে নবগঠিত কমিটির সদস্যদের সকলের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি আলী আক্কাস’র সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন হযরত মাও. মুফতি মো. আলী আকবর, হযরত মাও. মুফতি মুহাম্মদ কুতুবুদ্দীন, মাসুদ খান, আব্দুল কাদির, জালাল উদ্দীন রুমি প্রমূখ। এ সময়ে উপস্থিত বক্তাগন ইসলাম ও ত্বরিকতের প্রচার-প্রসারে দরবারের পীরের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামি ১৯ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার নারিন্দাস্থ মশুরীখোলা দরবার শরিফের ওরছ শরিফ সফল করার লক্ষে উপস্থিত আশেক ভক্তবৃন্দ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। শেষে মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

আরকেএন/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ