ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল
সংবাদচর্চা ডেস্ক:
ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চসহ কয়েকটি সংগঠন।
শনিবার সন্ধ্যার পর শাহবাগ যাদুঘরের সামনে জড়ো হয় গণজাগরণ মঞ্চ, স্লোগান একাত্তর এবং সম্মিলিত সাংস্কৃতিক সমাজের কর্মীরা। এসময় তারা মশাল হাতে নিয়ে মিছিল শুরু করে টিএসসি মোড় হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। মিছিলে সবাই বিভিন্ন শ্লোগানের মাধ্যমে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
মিছিল শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এর আগে বিভিন্ন সময় লেখক ও প্রকাশকদের উপর যে হামলা হয়েছে তারই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আরও পড়তে পারেন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারে উপর আবারও হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার তার উপর হামলার ঘটনা ঘটার পর শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেছিলেন তিনি। ইমরান…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের নেতা- কর্মীরা। শনিবার সন্ধ্যায় বন্দর এলাকার বিভিন্ন সড়কে জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহাজাদা আলম রতনের নেতৃত্বে মশাল মিছিল কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলসহ…

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ রাজনৈতিক সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বঙ্গবন্ধু সড়কসহ প্রধান সড়কগুলোতে মশাল মিছিল করে গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তাৎক্ষনিক সমাবেশের…
