আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

মর্টারশেল উদ্ধার

মর্টারশেল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুকুর থেকে ৬কেজী ওজনের একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার দোলাপাড়া গ্রামের বাসিন্দা জাবেদ চৌধুরীর পুকুর থেকে এ মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আফওয়াজুল ইসলাম জানান, উপজেলার দেলাপাড়া গ্রামের মৃত ছোবাহান চৌধুরীর পুত্র জাবেদ মিয়ার বাড়ির সামনের পুকুরে সকাল থেকে খনন কাজ করে আসছিলো শ্রমিকরা। শুক্রবার বেলা ১২টার দিকে এক শ্রমিকের কোঁদালের মাথায় শক্ত কিছু লাগে। এ সময় তারা সেটা তুলে এবং জাবেদ আলীকে জানায়। এটা যে বোমা সাদৃশ্য সেটা বুঝতে পেরে জাবেদ আলী দ্রুত থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এটি একটি মর্টারশেল। যা বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এছাড়া উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে তারা এসে ব্যবস্থা নিবেন। মর্টারশেলটির গায়ে ১৯ইঘক১৭, ঙশ ৬/৬৯ অ১.২১, অ১২/৬ লেখা আছে।