আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মরনফাদে পরিনত আড়াইহাজারের গুয়াবাড়ি ব্রিজ

আবুসিদ্দিক বাদল: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন গোপালদী- মাধবদী বাবুরহাট সড়কের সদাসদী নামক স্থানের গুয়াবাড়ি ব্রিজটি মরনফাদে পরিনত হয়েছে।

জানা যায়, বাবুরহাট মাধবদী যাতায়াতের জন্য এ রাস্তাটি একমাত্র পথ। এ রাস্তাটি দিয়ে গোপালদী -মাধবদী-নরসিংদী প্রতিদিন ২শতাধিক সিএনজি বাহন চলাচল করে আসছে। তাছাড়ও প্রতিদিন মাধবদী থেকে কাপড় বুননের সুতা ও গোপালদী থেকে গ্রে-কাপড় আনা নেয়া হয়ে আসছে। ব্রিজটি বড় ধরনের ফাটলের ফলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। রাস্তাটি অতিব জনগুরুত্বপূর্ণ বিধায় সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ী মহলও প্রতিদিন যাতায়াতকারী যাত্রীগন।