আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে ভুলতা ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ । বৃহস্পতিবার ( ২৭ জানুয়ারি) সন্ধ্যায় রূপসী গাজী ভবনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ জানুয়ারি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কমিটির সদস্যরা হলেন সভাপতি ওমর ফারুক মিয়া,সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লিমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, দপ্তর সম্পাদক সাগর আহমেদ । এ কমিটির মেয়াদ ১ বছর।