সংবাদচর্চা রিপোর্ট:
ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন) ।রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্য বুধবার ( ৬মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক শোকবার্তায় মন্ত্রী, মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হাবিবুর রহমান মোল্লা শ্রমিকবান্ধব নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি মেহনতি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার শূন্যতা কোনোদিন পূরণ হবে না।
হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল জানান, সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসকরা তার বাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।