আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর শাড়ি পেল ৮ হাজার মহিলা লীগ কর্মী

নবকুমার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জে মহিলা লীগ ও যুব মহিলা লীগ নেতাকর্মীদের মাঝে আট হাজার ঈদের শাড়ি বিতরণের উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এসব শাড়ি তার নিজ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন এবং২টি পৌরসভার মহিলালীগ ও যুবমহিলালীগ নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

সোমবার ২৫ এপ্রিল থেকে মন্ত্রীর এসব উপহার বিতরণ শুরু হয়েছে। তিনি ঈদের শাড়ি বিতরণে জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েকটি টিম করেছেন। ঐ টিমের সদস্যরা রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে এ শাড়ি বিতরণ করেন। সোমবার কায়েতপাড়া, দাউদপুর,ভুলতা,গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, রূপগঞ্জ, তারাব,কাঞ্চন পৌর এলাকায় এসব শাড়ি বিতরণ করা হয় ।

এসময় আওয়ামী লীগ নেতা মোঃ ফিরুজ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতাসহ অনেকে উপস্থিত ছিলেন।