সংবাদচর্চা রিপোর্ট:
করোনা দুর্যোগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজীর নির্দেশে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৮ মার্চ) তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ডের যাত্রামুড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় কাউন্সিলর আতিকুর রহমান আতিক। এসময় তিনি জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা ঘরে থাকুন, আপনার এই ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে। নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন।
প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও ।