আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর নামে বৃক্ষরোপন করলো প্রশাসন

নবকুমার :

নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নামে বৃক্ষরোপন করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

রবিবার ভূলতা ও গোলাকান্দাইল এলাকার গাউছিয়া মার্কেট-১-২, মীর মার্কেট, তাঁতবাজার, আব্দুল হক সুপার মার্কেট এলাকায় এ বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নামে বৃক্ষরোপনের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, গাউছিয়া মার্কেট এলাকায় ফুটপথ দখল মুক্ত করতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রশাসনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন।

তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই আমরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদকৃত স্থানে মন্ত্রীর নামে বৃক্ষরোপন করেছি। এই বৃক্ষরোপনের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের দুই পাশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। জনগণের কাছে দাবি থাকবে মন্ত্রীর নামে বৃক্ষ যেনো নষ্ট না করে। এটা সবার বিবেক। আমরা সবাই বৃক্ষের পরিচর্যা করবো।

সর্বশেষ সংবাদ