আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর জন্য স্বেচ্ছাসেবক লীগের দোয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোট ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম আশরিয়া বাপ্পীর রোগমুক্তি কামনায় রূপসী গাজী ভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,  সাধারণ সম্পাদক নাইম ভুঁইয়া,আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, জিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৪নং ওয়ার্ডের সভাপতি সোহান মীর , কায়েতপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মেম্বার ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অনেক।

পরে মন্ত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রূপসী বাগবাড়ি জামে মসজিদের ইমাম মইনুল ইসলাম ।

উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী গত ১২ জানুয়ারি (রবিবার) উন্নত চিকিৎসার জন্য সিংঙ্গাপুর গেছেন। এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে শারীরিক অবস্থার সামান্য অবনতি হলে তাকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নেয়া হয় । ১১ জানুয়ারি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জন্য দেশবাসীর কাছে চায় তার পরিবার। পরে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তার জন্য দোয়ার আয়োজন করা হয়। বর্তমানে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে হাটাচলা করতে পারছেন ।