আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর কাছে যা চাইলেন মাশরাফি

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাত করে নাড়াইল ২ আসনের এমপি  মাশরাফি বিন মর্তুজা। গোলাম দস্তগীর গাজী তার মন্ত্রণালয়ে মাশরাফি বিন মর্তুজাকে দেখে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন এই যে আমাদের রিয়েল হিরো এসেছে। তখন মাশরাফি উত্তরে বলেন আপনি আমাদের রিয়েল হিরো। আপনি ১৯৭১ সালে যুদ্ধ করে বীর প্রতীক খেতাব পেয়েছেন।

এছাড়া মাশরাফি গোলাম দস্তগীর গাজীর কাছে নড়াইলে তার নির্বাচনী এলাকায় একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের দাবি করেন। গোলাম দস্তগীর গাজী মাশরাফির দাবি মেনে নিয়ে বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে  নড়াইল জেলায় যা যা করা দরকার তাই করা হবে।

সর্বশেষ সংবাদ