আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর অর্থে রূপগঞ্জে করোনা ল্যাব পরিদর্শনে মেডিকেল টিম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । শুক্রবার সকালে ল্যাব পরিদর্শন করেছেন  ইউএস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প‌রিচালক ডাক্তার এ‌টিএম শ‌ফিকুল ইসলাম , এসোসিয়েট প্রফেসর ডা: রোকসানা রায়হান ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত সচিব এমদাদুল হক , কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এসময় কাঞ্চন পৌরসভা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সহ সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব উপস্থিত ছিলেন।

এসময় ইউএস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের এসোসিয়েট প্রফেসর ডা: রোকসানা রায়হান বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নেতৃত্বে কাঞ্চন বেস্টওয়ে সিটি করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাব হচ্ছে । জায়গাটা করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুবই উপযোগী। আমিসহ ইউএস বাংলার মেডিকেল টিম এখানে কাজ করবে। আমরা প্রস্তুত রয়েছি।

ইউএস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প‌রিচালক ডাক্তার এ‌টিএম শ‌ফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য কাঞ্চন বেস্টওয়ে সিটিতে কোনো সমস্যা হবে না। আমাদের সব ধরণের প্রস্তুতি শেষ পর্যায়ে। ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। আগামী ২২ বা ২৩ এপ্রিলের মধ্যে আমরা এখানে নমুনা পরীক্ষা করতে পারব।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে কোনো রোগী আসবে না। বাইরে থেকে নমুনা সংগ্রহ করে এখানে শুধু পরীক্ষা করা হবে।

মেয়র কাঞ্চনবাসীর উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গোলাম মর্তুজা পাপ্পা আমাদের ভালোর জন্যই এখানে ল্যাব স্থাপন করছেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত সচিব এমদাদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জবাসীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য কাঞ্চন বেস্টওয়ে সিটিতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে ল্যাব স্থাপন হচ্ছে । ল্যাব স্থাপনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক অবগত আছেন । তিনি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে উৎসাহিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার রূপগঞ্জে করোনা ভাইরাসের ল্যাব স্থাপনের স্থান পরিদর্শন করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তারপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ,উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এছাড়া ১ টা সরকারী ও ২ টা বেসরকারী এম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে। তিনটা এম্বুলেন্সে প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট কিট, ভেন্টিলেটার,পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনসহ সব যন্ত্রপাতি এসেছে। কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব শুধু রূপগঞ্জের জন্য না এখান থেকে সারা নারায়ণগঞ্জের মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। ৩/৪ ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশেপাশের জেলার ব্যক্তিদের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।