সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব । ভবণ চূড়ান্ত হয়েছে। শুক্রবার থেকে মেশিন স্থাপন শুরু হবে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে বৃহস্পতিবার স্থান পরিদর্শন করেছেন মন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক,রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন ,ইউএস বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এটিএম শফিকুল ইসলাম ।
তারা কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার রূপগঞ্জের সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে চূড়ান্ত করেছেন। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া। পরে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের এপিএস এমদাদুল হক রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুনের হাতে উন্নতমানের অর্ধশতাধিক পিপিই তুলে দেন।
এ ব্যাপারে গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট কিট, ভেন্টিলেটার,পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনসহ সব যন্ত্রপাতি এসেছে। দুই একদিনের মধ্যেই যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। মে মাসের প্রথম দিন থেকেই যাতে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয় সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব শুধু রূপগঞ্জের জন্য না এখান থেকে সারা নারায়ণগঞ্জের মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। ৩/৪ ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশেপাশের জেলার ব্যক্তিদের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।
মন্ত্রী আরো বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে।
রূপগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য রূপগঞ্জবাসীর সহযোগীতা চেয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এদিকে রূপগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন ও উপজেলা প্রশাসন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তারপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ,উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এছাড়া ইউএস বাংলা মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর রোকসানা আক্তার (মাইক্রোবায়োলজি)সহ ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। ১ টা সরকারী ও ২ টা বেসরকারী এম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে। তিনটা এম্বুলেন্সে প্রস্তুত রয়েছে। ল্যাব স্থাপনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক অবগত আছেন এবং এ ব্যাপারে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে উৎসাহিত করেছেন।