আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রীর এলাকায় মাদ্রাসা এমপিওভুক্ত

নবকুমার:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার ‘আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১১২৫১৭) ’ এমপিওভুক্ত করা হয়েছে। বুধবার ৬ জুলাই এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকালে ‘আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১১২৫১৭) ’ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১১২৫১৭) এমপিওভুক্তি হওয়ায় আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।