আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রণালয়ের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী গাজী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সভা সভাপতিত্ব করেন এই মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সভায় কাজের বিভিন্ন অগ্রগতি নিয়ে র্দীর্ঘ আলোচনা হয়েছে। গোলাম দস্তগীর গাজী সবাই সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তি কথা জানিয়েছেন তিনি।  বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।