আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যরাতে ফোন দিয়ে বলে ‘আল্লাহর অলী বলছি’

সংবাদচর্চা রিপোর্ট:
অপরিচিত ফোন নাম্বার থেকে কল দিয়ে প্রথমই বলবে আল্লাহর অলী বা জিনের বাদশা বলছি। বিভিন্ন কিছু পাইয়ে দেবার লোভ দেখিয়ে হাতিয়ে নিবে টাকা পয়সা সহ স্বর্নালংকার। এমনই প্রতারক চক্রের জিনের বাদশা নামে ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে প্রায় ২০ ভরি গলিত স্বর্ন। গতকাল রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত জিনের বাদশা নামক আসামীরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার হযরত আলীর ছেলে মুন্নাফ (৩৬), একই জেলার রামনাথপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে তৌহিদ (২৭) , বোয়ালিয়া প্রধানপাড় এলাকার ধীরন্দ্র নাথ মহত্ত’র ছেলে শিবু চন্দ্র মহত্ত (৩৫)।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ বছরের ১৯ জুন থেকে ২৮জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কথাবলে জিনের বাদশা পরিচয় দিয়ে মনোয়ারা বেগম নামের এক মহিলার কাছ থেখে ৩লাখ ৮০হাজার টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এ ঘটনার অনেকদিন পর তার ছেলে ডা. মাহমুুদুল হাসান বিষয়টি বিস্তারিত বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন যার নং ৩০ (১৫-১০-১৯)। পরবর্তীতে জেলা গোয়েন্দ পুলিশের এসআই মিজানুর রহমান ফতুল্লা থানার এসআই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে গ্রেপ্তার তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মুন্নাফকে গাইবান্ধা নিজ বাড়ী থেকে। তার দেওয়া তথ্য মতে তৌহিদকে বন্দর মদনপুর এলাকা থেকে এবং তাদের দেওয়া তথ্য মতে শিবু চন্দ্র মহত্তকে আটক করা হয় এবং ২০ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

এ সময়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়ে আরও বলেন, এ রকম প্রতারণার বিষয়টি ছোট হলেও এর গভীরতা অনেক। আমি নিজেও এমন প্রতরণার সম্মুক্ষিন হয়েছি কিন্তু সচেতন থাকার কারনে প্রতারিত হয়নি।