আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধুমতি জোনের কাবাডি খেলার শুভ উদ্বোধন

সংবাদচর্চা অনলাইনঃ

বাংলাদেশ কাবাডি ফেডারেশন-এর সহযোগিতায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস মধুমতি জোনের কাবাডি খেলার শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার ৫ই মার্চ সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মধুমতি জোনের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ ও সহ-সভাপতি বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, তোফাজ্জেল হোসেন টাপু, সভাপতি ইউনাইটেড ক্লাব লিঃ, নারায়ণগঞ্জ, আসাদুজ্জামান, চেয়ারম্যান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব মোস্তাইন বিল্লাহ্, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৮ মার্চ, ২০২১ তারিখ মধুমতি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।