আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মদের বার বন্ধ করেন

নিজস্ব প্রতিবেদক

শহরের ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল বলেছেন, চাষাঢ়ায় মদের আড্ডাখানা চালু রেখেছে আর আমরা বসে থাকবো তা হবে না। পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বলবো আপনারা মদের আড্ডার তদন্ত করে এটা বন্ধ করেন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে এমন অবস্থা হবে আপনারা সামলাতে পারবেন না। শুক্রবার জুম্মা নামাজের আগে বয়ানে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের আমীর মাওলানা আউয়াল আরও বলেন, নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান আপনাদের অনুরোধ করেছিলাম আপনারা এই মদের বার বন্ধ করান। এখন আমি একা নই। নারায়ণগঞ্জের মুসলামনরাও রয়েছে তারা সবাই মিলে এই মদের বার উচ্ছেদ করে ছাড়বে। এই জন্য নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রাখতে শামীম ওসমান ও সেলিম ওসমান আপনারা এই মদের বার বন্ধ করেন।

জানা গেছে, শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্যারাডাইজ ক্যাসেল ভবনে ৫ কোটি টাকা ব্যায় মদের বার নির্মান করা হয়েছে। তবে সেই মদের বার বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে লুকিয়ে পারসেলে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে বার কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই মদের বার বন্ধের জন্য নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম হুশিয়ারী দিয়েছিলেন। একই সাথে নাগরিক কমিটি বার বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। পাশাপাশি হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের নেতারা ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এই মদের বার বন্ধ করার জন্য সভাসমাবেশ করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের প্রারাডাইস ক্যাবলসের মালিক মোবারক, মোশারফ, মজিবর ও মনির। তাদের কাছ থেকে প্রতি মাসে ৫ লাখ টাকা ভাড়ায় এবং ৪০ লাখ টাকা অগ্রিমে ১০ বছরের চুক্তিতে তিনটি ফ্লোর ভাড়া নিয়ে দুইটি ফ্লোরে মদের বার নির্মান করা হয়েছে। এ নিয়ে নানা মহলের আলোচনা সমালোচনার পর বার বন্ধ করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।