আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএসসি পরীক্ষায় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৩টি ট্যালেন্টপুল সহ মোট ৭জন শিক্ষার্থীর বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন

মদনপুর রহমানিয়া

মদনপুর রহমানিয়া
স্টাফ রিপোর্টারঃ
সকল বোর্ডের ন্যায় ঢাকা বোর্ডে এ বছরের জেএসসি ও সমমান পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত উক্ত বৃত্তির মেধা মূল্যায়নে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোঃ আল আমিন, ফাহিমা আক্তার ও লাকী আক্তার ট্যালেন্টপুলে বৃত্তি এবং মারজিয়া রহমান অর্পা, সাদিয়া আক্তার, সানজিদা আক্তার মিম ও তামান্না জামান মিম সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে। মোট ৭ (সাত) জন শিক্ষার্থীর এ সাফল্যের পর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা সহ অন্যান্য অভিভাবকরা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া, প্রধান শিক্ষক মুহাম্মদ বদরুল আলম, ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ও প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা সহ ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করেছেন। তাদের সকলের পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার কারণে অত্র স্কুল এ সাফল্য অর্জন করল বলে দাবী স্কুলের অভিভাববক মহল সহ সম্পৃক্ত সকলের। এদিকে সদ্য নির্বাচিত অত্র স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি যে কোন সময়ের মধ্যে একটা সেরা ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রত্যেকে যথেষ্ঠ অভিজ্ঞ ও দক্ষ বলে মনে করেন অভিভাবক মহল, তাই তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ও সার্বিক তত্বাবধানে সামনের দিনগুলোতে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অত্র স্কুল আরও ভাল ফলাফল করে অভাবনীয় সফলতা অর্জন করতে সক্ষম হবে বলেও স্কুল সম্পৃৃক্ত সকলের প্রত্যাশা। উল্লেখ্য ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত অত্র স্কুলের শিক্ষার্থী মারজিয়া রহমান অর্পা অত্র স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান মিয়া’র একমাত্র মেয়ে বলে জানা গেছে এবং এ অঞ্চলে অত্র উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুদীর্ঘ কাল থেকে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষামুখী করা ও উন্নত বৈচিত্র্যময় ছাত্র-ছাত্রী গড়ার ক্ষেত্রে ভূয়সী ভূমিকা পালন করে আসছে বলেও জানা যায়।

স্পন্সরেড আর্টিকেলঃ