আজ শুক্রবার, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মদনপুরে ফেনসিডিলসহ রমজান গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

বন্দরে  ৫০০ বোতল ফেনসিডিলসহ মো: রমজান আলী নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।  শুক্রবার(২৪ জানুয়ারি) উপজেলার  মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে  মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধার করা হয়  মাদক বিক্রির নগদ ২৭,৭০০/- টাকা । গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, আসামী মোঃ রমজান আলীর বাড়ী সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লা এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, ইতোঃপূর্বেও মাদক পাচারকালে ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। সম্প্রতি সে নিজে প্রাইভেটকার কিনে নিজ মালিকানাধীন গাড়িতে বিশেষ কৌশলে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।