সংবাদ বিজ্ঞপ্তি:
বন্দরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (২০ ডিসেম্বর ) দুপুর ১২ টার সময় মদনপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১১ এর চেকপোষ্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাগর আহম্মেদ(৩০) , মোঃ জুয়েল(২৯)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সাগর আহম্মেদ এর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকায় এবং মোঃ জুয়েল এর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকায়। গাড়িতে তল্লাশী করে চেসিসের ভিতরে অভিনব পন্থায় রক্ষিত ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ সাগর আহম্মেদ পেশায় এক জন বাসের হেলপার। সে বাসের হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপার তার একটি ছদ্মবেশ মাত্র। তারা পরস্পর স্বীকার করেছে যে তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।