আজ শুক্রবার, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মতিন চৌধুরী সততার রাজনীতি করে গেছেন: মঈন খাঁন

টি.আই.আরিফ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, মতিন চৌধুরী সততার রাজনীতি করে গেছেন। কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর উপর ব্রিজ মতিন চৌধুরীর নামে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল। ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা নেয়নি। চব্বিশের বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জে সরকারী মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তাদের অনুশোচনা নেই। শেখ পরিবার অর্থ পাচার ও লুটপাট করেছে। পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসা তারা আকাশ-কুসুম স্বপ্ন দেখছে। কিন্তু এই স্বপ্ন কোনোদিনই বাস্তবে রূপ নেবে না। আমাকে তারা আটকা রাখতে পারেনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, আমরা রূপগঞ্জের মানুষ মতিন চৌধুরীর সৈনিক। আমরা হারবো না। আমরা মতিন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়ন করবো।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন,বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, যুবদল নেতা আমিনুল ইসলাম ইমন,আবু মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, আজিম সরকার, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, জাকির হোসেন রিপন, রমজান আলী,স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ ও উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজমিয়া প্রমুখ।