পিরোজপুর প্রতিনিধি ॥ উপকূলীয় এলাকার মাদক ব্যবসায়ী রনি তালুকদার ওরফে ইয়াবা রনি (২৫) পুলিশের হতে গ্রেফতার হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ শুক্রবার বিকেল তিন টায় রনিকে তার গুলিশাখালীর বাড়ি থেকে ১১৮ পিস ইয়াবা, মাদকদ্রব্য বিক্রির ১৮ হাজার টাকা, কিছু পরিমান গাজা, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র দে জানান, মাদক ব্যবসায়ী রনি তালুকদার ওই গ্রামের মৃত হাতেম তালুকদারের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।