আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মঞ্চ মাতালেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক:

লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে বগুড়া মাতালেন শাকিব খান। বন্দুক হাতে নিয়ে সহশিল্পীদের মাঝে দিয়ে যখন মঞ্চে হেটে আসেন তখন দর্শক গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসে কিং খান……..কিং খান ধ্বনি।

বগুড়ার ফাইভ স্টার হোটেল মম ইন-এ এক করপোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হন শাকিব খান। সেখানে মাত করলেন উত্তরবঙ্গের বড় করপোরেটদের। নাচের কোরিওগ্রাফিও করেন তানজিল আলম।

মঞ্চে শাকিব খানের সাথে জুটি বেধে দর্শকদের সামনে আসেন চিত্র নায়িকা এবং লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। বরাবরের মতো দর্শকদের মাতিয়েছেন নগরবাউল খ্যাত জেমস। তার পারফর্মেন্স দিয়ে শেষ হয় জমকালো এই অনুষ্ঠান।
স্ক্যান সিমেন্টের করপোরেট পারসনদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ব্যবস্থাপনা করে ঢাকার বিটিএল হাউজ।