আজ শুক্রবার, ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয় পাওয়ার কিছু নেই : আইভী

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, করোনাভাইরাস রোধে মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ইতোমধ্যে ৪৯০ টন চাল পেয়েছি। ২৭টি ওয়ার্ডে ৩০ এপ্রিল পর্যন্ত প্রায় ৫০ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল ও ডাল বিতরণ হয়েছে। এছাড়া সামাজিকভাবে অনেকেই দান করে যাচ্ছে। বিত্তবানরা এগিয়ে এসেছে।

মঙ্গলবার ২৯ এপ্রিল নগর ভবনে  এমএস কার্ড ও  চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

আইভী বলেন , ‘আমরা মেডিক্যাল টিম গঠন করেছি। প্রতিদিন ১৬ জন ডাক্তার প্রতিদিন টেলি সেবা দিচ্ছে। সীমিত সীমাবদ্ধতার মধ্যেও ৪টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী বহন করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে ৫১১ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সিভিল সার্জনও আমাদের সহযোগিতা করছে।’

মেয়র বলেন, ‘মন্ত্রী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে একটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এতে আমাদের উপকার হবে। এছাড়া নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ল্যাবের কাজ শুরু হয়ে যাবে।’

‘আমাদের এ দুর্যোগে সুইপাররা প্রতিদিন কাজ করছে। তাদের স্যালুট না দিলেই না। আমাদের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী কাজ করছে।’
তিনি বলেন, ‘যে কোন দুর্যোগে স্থানীয় কাউন্সিলররা কাজ করে। এ করোনার সময়েও লাশ দাফন থেকে শুরু করে সবগুলো কাজে সকল কাউন্সিলর কাজ করে যাচ্ছে। চাল দেওয়া থেকে শুরু করে কবরস্থান, শশ্মান সব জায়গাতেই সবাই যাচ্ছে। সবাই কাজ করে যাচ্ছে। আমি সকল কাউন্সিলরদের অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আইভী আরো বলেন, ‘নারায়ণগঞ্জ ভালো আছে ভালো থাকবে। এটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস। এ জেলা থেকে কারো করোনা ছড়ায়নি। বরং অন্য জেলা থেকে আসা লোকজন এখান থেকে গিয়েই এ ভাইরাস ছড়াচ্ছে।’
দাফন ও সৎকার প্রসঙ্গে আইভী বলেন, মৃতদেহ থেকে ভাইরাস ছড়ায় না। আমরা যেন সৎকার দাহ দাফন করি। এতে ভয় পাওয়ার কিছু না। করোনাকে ভয় না বরং জয় করতে হবে। ভালো থাকুন নারায়ণগঞ্জবাসী। ভয় পাওয়ার কোন কারণ নাই। আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমরা জয়ী হবো।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মানুষের পাশে আছে থাকবে। সকলে মিলেই কাজ করে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনউদ্দিন এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।