আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভয়ে মঞ্চ ছাড়লেন ইসরাইলের প্রধানমন্ত্রী

রকেট হামলার খবর শুনে ভয়ে নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে চলে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জানা যায়, গতকাল  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বন্দরনগরী আশদোদে একটি নির্বাচনী প্রচারের সময় এই ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ইসরাইলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন লিকুদ পার্টি ওই সমাবেশের আয়োজন করে। ভাষণে নেতানিয়াহু নির্বাচনে ফের জয় পেলে অধিকৃত পশ্চিম তীরের একটি অংশ ইসরাইলে অন্তর্ভুক্ত করে নেয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই রকেট হামলা হয়।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালালে দক্ষিণাঞ্চলের আশদোদ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় নির্বাচনী সমাবেশে ভাষণ শুরু করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর নেতানিয়াহুর দেহরক্ষীরা নিরাপত্তা ব্যূহ তৈরি করে তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন।