নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৯ কোটি টাকা বলে দাবী কর্তৃপক্ষের।
হাশেম ফুড মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মামুন উর রশিদ জানান, মঙ্গলবার ভোরে হাশেম ফুড মিলে প্যাকেজিং গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঢাকা হেডকোয়ার্টারসহ ডেমরা ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট মিলে ৮ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ অগ্নিকান্ডের ঘটনায় ফ্যাক্টরির কেমিক্যাল, প্যাকেজিং ও ফুডের কাচাঁমালসহ প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কর্তৃপক্ষের।
বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা হেড কোয়ার্টার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন।