আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভ্যালেন্টাইনস ডে’তে আসছে বাপ্পি খানের স্বল্পদৈর্ঘ্য “নিশ্চুপ”

শিপন মীর: দুটি মনের জটিল মিলনে হয় ভালোবাসা, এই সম্পর্কটি একজন আরেকজনকে পাগলের মত করে তোলে। খুব গভীর একটি ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে যায় ইগো-এর কারনে। এমনকি এই ইগো একটি মধুর সম্পর্ককে ব্রেকআপ,ডিভোর্সের মত অবস্থানে নিয়ে যাচ্ছে। এমনই একটি প্রেম, বিচ্ছেদ এবং হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প নিয়ে ভ্যালেন্টাইনস ডে’তে আসছে তরুন নির্মাতা বাপ্পি খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ”নিশ্চুপ”।

হাবিব মনসুরের রচনায়, বাপ্পি খানের চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় নাটকটি তে অভিনয় করেছেন এফ.এস নাঈম ও নিশাত প্রিয়ম। নাটকটি সম্পর্কে বাপ্পি খান দৈনিক সংবাদচর্চাকে বলেন, ‘‘কাজটা নিয়ে আসলে আমি অনেক আশাবাদী। কারন,২০১৯ এর শুরুটা হলো এই কাজ দিয়ে, সেজন্যে কাজটা আমার জন্য বেশি গুরুত্বপ‚র্ণ। “নিশ্চুপ“ নাটকটি মানুষকে কাঁদাবে,ভাবাবে ও ভালোবাসতে শিখাবে।

এখন যে হারে ব্রেকআপ,ডিভোর্স হচ্ছে। আসলে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যাচ্ছে। এর বেশিরভাগই দায়ী ইগো সমস্যা থেকে। এই গল্পে তেমনই একটি সত্যিকারের ভালোবাসার ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া নাঈম ভাই ও নিশাত অনেক ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে আমি অনেক আশাবাদী, বাকীটা দর্শকদের উপর নির্ভর করছে।

নাটকটি বাংলাদেশ টাইমসের এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে ভ্যালেন্টাইনস ডে’তে প্রকাশ হবে।