আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় বিদ্যুতের উন্নয়নে ৬ কোটি ডলার দিবে এআইআইবি ব্যাংক

ভোলায় বিদ্যুতের উন্নয়নে ৬ কোটি ডলার দিবে এআইআইবি ব্যাংক

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: দ্বীপ জেলা ভোলায় ২২০ মেগাওয়াট বিদুৎ কেন্দ্র উন্নয়নের জন্য ৬ কোটি ডলার দিচ্ছে চীনের নেতৃত্বে গড়ে ওঠা এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি।

ব্যাংকটির কমিউনিকেশন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান লোরেল ওস্টফিল্ড এ তথ্য জানান।

তিনি আরও জানান, চীনের বেইজিংয়ে বোর্ড সভায় বরিশাল বিভাগের ভোলা জেলায় ২২০ মেগাওয়াট বিদুৎ ইৎপাদন ক্ষামতা সম্পর্ন ভোলা আইপিপি বিদুৎ কেন্দ্র উন্নয়নের জন্য আরও ৬ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোরেল ওস্টফিল্ড বলেন, এই প্রকল্পের কাজ শেষে হলে ভোলা জেলার বিদুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় ১,৩০০ মেগাওয়াট বিদুৎ পাওয়া যাবে। এত করে ভোলা জেলাসহ বাংলাদেশের শিল্পকারখানা থেকে শুরু করে শহর, গ্রামে বিদুৎ ব্যাবহারকারীর সংখ্যা, গ্যাস উৎপাদন ক্ষমতা, বিদুৎ উৎপাদন ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে।

তিনি জানান যে, বাংলাদেশে বিদুৎ ঘাটতি পূরনে জন্য বিদুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষে এআইআইবি ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।