ভোলায় বিএনপির মানববন্ধনে পুলিশের হামলা, আটক- ২
ভোলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য গোলাম নবী আলমগীরে নেতৃত্বে সদর রোড মহাজনপট্টি রাস্তায় মানববন্ধন করা হয়।
মানববন্ধনে পুলিশ এসে অতর্কিত হামলা চালিয়ে, লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।
পুনরায় বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ আবার লাঠিচার্জ করে মিছিল করতে বাধা প্রদান করে।
এ সময় পুলিশ পৌর যুবদল সভাপতি ফারুক সিকদার ও যুবদল নেতা আব্দুল কাদের সেলিমকে আটক করে।
বর্তমানে ভোলাতে অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।