আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলাবতে ছাত্রলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ( মুজিববর্ষ) উপলক্ষে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) বিকালে ভোলাব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল বনাম সবুজ দল প্রতিদ্বন্দ্বীতা করে। লাল দল ৩-১ গোলে জয়ী হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসান আশকারী। ভোলাব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আমিনুল সরকারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ৩ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ নজরুল ইসলাম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বারেক মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, ভোলাব ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কাউসার প্রধান, মোঃ রিপন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহিন প্রধান, ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু প্রধান, যুবলীগ নেতা মোঃ শামীম দেওয়ান, জাইদুল ইসলাম, সবুজ ফকির, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল ফকির,মোঃ সনেট সোহেল, মোঃ ফাইজুল ইসলাম, মোঃ ইয়াহিয়া খান, মোঃ পলাশ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জানা গেছে বিজয়ী দল ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দল একটি স্মাট ফোন পুরস্কার পেয়েছে।