আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লায়েক হয়ে উঠেন তারপরে ভোট দিবেন- জোনায়েদ সাকি

ভোট দিবেন

ভোট দিবেন

 

নিজস্ব প্রতিবেদক:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো নেই। বর্তমান সরকার নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করেছে। ভোট লাগে না। আগে আপনারা লায়েক হয়ে উঠেন তারপরে ভোট দিবেন। তারপরে গণতন্ত্র।
নারায়ণগঞ্জ জেলা গণ সংহতি আন্দোলনের ১ম জেলা সম্মেলনের উদ্বোধনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২০ এপ্রিল) নগরীর দুই নয় রেল গেইটের সামনে জেলা সম্মেলনের সমাবেশ শ্রমিক নেতা অঞ্জন দাসের সঞ্চালনায় ও তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এর আগে সমাবেশ উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি।

 

ভোট দিবেন

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের কথা বলে, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। তারা আপনাদের এখনও লায়েক মনে করেনা। আপনারা নাকি ভুল লোককে ক্ষমতায় এনে দিবেন।
বাংলাদেশে হিন্দু মুসলমান সম্প্রীতি নিয়ে থাকে উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন, কিছু কিছু দল সাম্প্রদায়িক হামলা চালিয়ে এদেশের মানুষের সম্প্রীতি নষ্ট করে। আপনারা সরকারে এসে এই সব হামলার বিচার করেন নি। বিএনপিকে দোষারোপ করে আওয়ামীলীগ সাম্প্রদায়িক দল বলে।
সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন সাম্প্রদায়িক হামলার বিচার করেছেন নয় বছরে। বিচার কেন হয় নাই। সম্পত্তি দখল নেয়ার কারণে বিচার হয় নাই। আর এসব সম্পত্তি দখলের পেছনে আওয়ামীলীগের নেতারা জড়িত।
তিনি সরকারি দলকে উদ্দেশ্য করে বলেন, শুধু বিএনপি নয় আপনারাও সাম্প্রদায়িক। আপনারাও মাখন রুটি খান।
বর্তমান সরকার উন্নয়ের কথা বলে, কি সে উন্নয়ন মন্তব্য করে সাকি বলেন, উন্নয়ন হলে তো প্রথমে আমাদের নিরাপত্তা থাকবে। কোথায় আছে আমাদের নিরাপত্তা। নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা আছে প্রশ্ন করে তিনি বলেন, এই শহরে আইন শৃঙ্খলা বাহিনী ৭জনকে হত্যা করে শীতলক্ষা ডুবিয়ে দিয়েছে। উন্নয়নের নামে লুটপাট চলছে। ফ্লাইওভার সমস্যা সমাধানের জন্য নয়। লুটপাটের জন্য করা হচ্ছে। ৩ শ৫০ কোটি টাকার মগবাজার ফ্লাইওভার প্রায় ১৫ শ’ কোটি টাকায় করা হচ্ছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ২৮ হাজার কোটি টাকায়। জনগণের টাকা লুটপাট করছে।
তিনি বলেন, মন্ত্রীরা বলছেন হরিলুট করছেন না। ক্ষমতাসীনরা ৬লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
গণতন্ত্র ছাড়া কোন বিকল্প নেই। দেশকে নৈরাজ্যের দিকে না নিয়ে যাওয়ার জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সাংস্কৃতিত ব্যক্তিত্য রফিউর রাব্বি, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহমান, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রাব্বানি, নারী সংহতির সম্পাদক পপি রানী সরকার, ইউসুফ আলী এটম, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ধীমান সাহা জুয়েল, রফিকুল বাপ্পি, জাহিদুল আলম জাহিদসহ গণ সংহতি আন্দোলনের বিভিন্ন থানা, মহানগর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

ভোট দিবেন

সমাবেশ শুরুর পূর্বে সমাবেশ স্থল থেকে একটি মিছিল নিয়ে নগরীর চাষাড়া গোল চত্বর ঘুরে মিছিলটি পূনরায় সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।