নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার জোড়পূর্বক বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিজেদের দখলে নিয়েছে। সুষ্ঠ নির্বাচনে তাদের ভয়, যার কারনে তারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করছে। আইনজীবীদের ভোটও তারা কুক্ষিগত করছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্রার্থীদের নিয়ে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত আরও বলেন, আইনজীবী সমিতির নির্বাচন কমিশন একটি মেরুদন্ডহীন কমিশন। আওয়ামী পন্থী আইনজীবীদের যদি জনপ্রিয়তা থাকতো তাহলে তারা সুষ্ঠ নির্বাচনের পক্ষে থাকতো। তারা বহিরাগতদের নিয়ে শো ডাউনের করে নিজেদের অস্থিত্বের জানান দিচ্ছে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট জাকির, এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, এডভোকেট খোরশেদ মোল্লা সহ প্রার্থীরা।
আরকেএন/এসএএইচ