আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যাবে ইমরান খানের দল

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের ভোটে কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন হবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বৃহস্পতিবার জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান শের আফজাল মারওয়াত।
পাকিস্তানের সংবাদ মাধ্যমকে শের আফজাল মারওয়াত বলেছেন, ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেট চুরির’ বিরুদ্ধে ১৮৪(৩) ধারার এখতিয়ারের অধীনে সুপ্রিম কোর্টে যাবে পিটিআই।
আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাবন্দী দলের প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমের ওপর মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে এবং সেখানে আমাদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা দেখতে।

আজকাল ‘আদালতে ন্যায়বিচারের অভাব’ দাবি করে মারওয়াত বলেন, ‘যারা ন্যায়বিচারের জন্য আদালতে যায় তাদের হয় তুলে নেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়। তারপরে অন্যদের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করা হয়।’
তিনি আরও বলেছেন, পিটিআই ‘বড় আকারে’ পিটিশন দায়ের করবে।
তিনি আরও বলেছেন, পিটিআই ‘বড় আকারে’ পিটিশন দায়ের করবে।