ভোটের আগের দিন বাবার কবর জিয়ারত করলেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তার বাবা অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি।
জুরাইন কবরস্থানে গিয়ে ইশরাক তার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় ঘনিষ্ঠরাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ইশরাকের মিডিয়া উইংয়ের সদস্য সুজন মাহমুদ জানান, গোপীবাগ বড় মসজিদে জুমার নামাজ শেষে জুরাইন কবরস্থানে বাবা ও দাদা-দাদির কবর জিয়ারত করেন ইশরাক হোসেন।
আগামীকাল ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে এবারের নির্বাচনে।
দক্ষিণ সিটিতে ইশরাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।