আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় নানা আয়োজনে বসন্তবরন

ভোলায়

ভোলায় নানা আয়োজনে বসন্তবরন

ভোলায়

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। নানা আয়োজনে এই দিনটিকে স্মরনীয় করে রাখছে ভোলার বসন্তপ্রেমীরা। অনান্য বছরের ন্যায়ে আজ সকালে ভোলা সরকারী কলেজের ছায়াবীথিতে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরন।

ঋতুরাজ বসন্তের সাথে মিল রেখে ভোলা কলেজের মাঠে মঞ্চে নাচ, গান, কবিতা আবৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপন করে ভোলা সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বাসন্তি উৎসব বর্নিল করতে নানা রংয়ের পোষাক ও ফুল দিয়ে সেজেঁগুজে অনুষ্ঠানে এসে ছিলেন ভোলা কলেজের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার, উপাধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল সহ ভোলা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক বৃন্দ।