আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূল সবই ভূল নাহার রহমান নুপুর

 

প্রভাত প্রণয়ের সেই পুষ্প
শুকিয়ে গেছে বুঝি আজ?
তবু তা কি আছে তোমার কাছে
নাকি ফেলে দিয়েছ?!

ভরদুপুরে আমার কাছে যে
ভ্রমররা আসত,
সেই ভ্রমরদের মনে পড়ে?
তারা আর আসে না
আমার খুঁজ নিতে!

সকালে মৌমাছির হুলে
কাঁদতাম একাকী বসে
আজ সেই মৌমাছিদের
খুঁজে ফিরি
তারাও আসে না!

বিকেলে ছাঁদের ওপর
ছুটে যে যেতাম হাসনাহেনার
মুগ্ধ সুঘ্রাণের টানে,
সেই হাসনাহেনাকে মনে পড়ে?
আজ ছাঁদে গিয়ে হাসনাহেনা ও
কোথাও পাই না খুঁজে!

গোধূলী সন্ধ্যায় ময়না পাখিকে
খাঁচায় বন্ধী করার বেলায়
সে যে তোমার সকল
শিখিয়ে দেওয়া ছড়া শুনাতো
মনে কি পডে়?
সে আজ আর বলে না –
ভুলে ও সেই ছড়াগুলোকে!
কত কথা কয় ওগো প্রিয়
কভু আর ময়না পাখিটা সে কথা নাহি কয়!

সেই রাতকে মনে পড়ে ?
নিদ্রাহীন সারা রাত
তোমাকে নিয়ে সে যে
আমার কত কবিতার ঊকিঝুকি
আর সেই কবিতারা আসে না জানো!
আমি আর কবিতা লিখতে জানি না..
লিখব না আর কবিতা
কাব্যপ্রেম ছিন্ন করেছে মায়া।

তোমাকে কি তোমার মনে পড়ে?
তুমি ছিলে আমার প্রথম প্রেমের সকাল!
সেই তুমিটা তো আর হলে না প্রিয়
আমার শেষ প্রেমের সকাল!

বহুদূর থেকে হেটে হেটে
বাড়ি ফেরব!
পথ খুজে খুজে ঠিকানা পেয়েছি
বাড়ি ফিরে দেখি
অবশেষে আমি হারিয়েছি আমাকেই!
মনহীন তবু বেচে আছি
গায়ে মানুষেরই বেশ।
কোনোকিছুই কি হয় নি তবে শেষ?
মনে হয় যেন যত যা কিছু ছিল
তার ভূল সবই ভূল

আয়নার সামনে আয়নায়
আমাকে দেখার পরে ও
আমার সাথে তোমাকে দেখার
সে কি এক অদ্ভুত ছিল বায়না
সে কি মনে পড়ে?
মনে পরুক আর নাইবা পরুক
শুধু এইটুকু জেনে রেখো
মনে রেখ প্রিয়তম
সেই অহেতুক বায়না আমার
আর হয় না!

ভাবছো বড় হয়ে গেছি?!
হয়তো তাই!
বড় যে হতে হয় সময়ের তাডনায়।
সময়,অসময় বড় অদ্ভুত অভিনয়।
ভূল মনে হয় ভূল
ভূল সবই ভূল

স্বপ্নময় এক কাল্পনিক প্রেম
তোমার আর আমার
সত্যিই কি ওগো প্রিয়
ভূল সবই ভূল?!