আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূলতায় পরিবহণ চাঁদাবাজ গ্রেফতার

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা ও ভূলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে পৃথম অভিযান চালিয়ে ৪ পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১ । সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন মোঃ আরমান হোসেন (৩৮),  কাজী আমিনুল ইসলাম,  মোঃ সেলিম (৩২)  মশিউর রহমান @ মুকুল (৩৫)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ১৩ হাজার ৭শ ৩০ উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।

তিনি জানান , একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানাধীন ভূলতা গাউছিয়া ও এর আশপাশে যে কোন স্থানে যাত্রীবাহী বাস, লেগুনা ও সিএনজি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০/- থেকে ২০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভূলতা গাউছিয়া মোড়ে রাস্তায় চলাচলরত পণ্য যাত্রীবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের  মোঃ আরমান হোসেন,  কাজী আমিনুল ইসলাম ও মোঃ সেলিম’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১১,৬৮০/- টাকা জব্দ করা হয়। চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে রূপগঞ্জ থানাধীন তারাবো মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত মিতালী পরিবহনের যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ মশিউর রহমান @ মুকুল’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ২,০৫০/- টাকা জব্দ করা হয়। উক্ত গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী মিতালী পরিবহনের বাস থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি বাস থেকে ৫০/- টাকা থেকে ১৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে উল্লেখিত যানবাহনের চালকদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে যানবাহন চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ