নিজেস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের কাজলা বিল এলাকার ৩ হাজার বিঘা জমি একাধিক আবাসন প্রকল্প অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে কৃষি জমি রক্ষার দাবিতে ভোলাব ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় কৃষি জমি রক্ষার দাবিতে ওই মানববন্ধনে সেখনকার ভুক্তভোগী কৃষক,লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খাঁন ভাসানী।আইনজীবি হাসান মাহমুদ,আইনজীবি ওমর ফারুক নয়ন,সহ রুপগঞ্জ ভোলাব ইউনিয়নের শতাধিক গ্রামবাসী।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফসলী জমি রক্ষা করতে হবে এজন্য তিনি আইন ও করেছেন।কিন্তু ভূমিদস্যুরা, সন্ত্রাসী ও দানবরা আমাদের মুখের খাবার কেরে নিচ্ছেন।অবিলম্বে ফসলী রক্ষার যে আইন ও পরিবেশ আইনের মাধ্যমে ফসলী জমি রক্ষা করতে হবে ।
এড.তৈমূর আলম খন্দকার বলেন, ইটালিয়ান সিটি ও রিমঝিম পুলিশ টাউন এবং ১৭টি প্রাতিষ্ঠানিক ভূমিদস্যুরা ভোলাব ইউনিয়ন চারিতালুক এলাকার কাজলা সরকারী খাল-বিল ও দড়ি চারিতালুক, বাসন্দা,পাইস্কা,কুড়িয়াল,করটিয়া ,পূর্বের গাঁও ,মকুতুপ এলাকার সরকারী খাল-বিল ও পার্শ্ববর্তী প্রায় ৩ হাজার বিঘা কৃষি জমি জোরপূর্বক বালু ভরাট চলছে।কিন্তু স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্লা বাহিনী দ্বারস্থ হলেও অসহায়দের পাশে দাঁড়াচ্ছে না।