আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ভূমিদস্যুদের রূপগঞ্জে জায়গা দেবেন না’

টি.আই.আরিফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপিকে গতকাল কায়েতপাড়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খান মঞ্জিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, কোন সময় আপনারা ভূমিদস্যুদের রূপগঞ্জে জায়গা দেবেন না। ভূমিদস্যুদের সন্ত্রাসী ও প্রতিনিধিদের রূপগঞ্জে স্থান দেবেন না। আমি আপনাদের সাথে আছি। কেউ ভূমিদস্যুদের কথা বিশ্বাস করবেন না। গত নির্বাচনে তারা শূন্য হাতে ফিরেছে।
তিনি আরও বলেন, কায়েতপাড়ায় সবচেয়ে বেশি উন্নয়ন করেছি। আগামীতে কায়েতপাড়ায় আরও বেশি উন্নয়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, তোফায়েল আহমেদ আলমাছ।
অপর অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা কোনদিন কারও উপকার করে না, কারও সাথে সম্পর্ক রাখে না। আপনারা রূপগঞ্জের মানুষ , যদি রূপগঞ্জে থাকতে চান তাহলে গোলাম দস্তগীর গাজী সাহেবের হাতকে শক্তিশালী করবেন।