সংবাদচর্চা রিপোর্ট : সোনারগাঁ কাঁচপুর জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব নামে একটি প্রতিষ্ঠানে রোগী দেখার সময়ে র্যাব- ১১ এর হাতে গ্রেফতারকৃত ২ ভুয়া ডাক্তারের এক দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুলাই ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিেেস্ট্রট কাউসার আলমের আদালতে এ আদেশ দেয়। এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে আদালত বাদী বিবাদী পক্ষের শুনানি শেষে এক দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। আসামীরা হলেন, ভুয়া ডাক্তার সোলায়মান ও উৎপল।
প্রসঙ্গত, গত সোমবার (১ জুলাই) সোনারগাঁয়ে কাচঁপুর জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব নামে একটি প্রতিষ্ঠানে রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানের মালিককে আটক করেন র্যাব-১১। তবে হাসপাতালটির মালিকপক্ষের যোগসাজসে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে র্দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন বলে জানাগেছে। এই প্রতিষ্ঠানটি পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের সাথে নানাভাবে প্রতারণা করতো। এছাড়া তিন বছর আগে হাসপাতালটির অনুমোদন শেষ হয়ে গেছে। এছাড়াও ল্যাব স্থাপনের জন্য পরমাণু শক্তি কমিশনের কোন ছাড়পত্রও প্রতিষ্ঠানটির নামে ছিল না।