আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুলতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন

রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাওভারের নিচে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাকান্দাইল ফ্লাইওভার চত্ত্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন দোয়া আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। সভায় গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাত্তার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক  আল-আমীন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ সোহেল, তারাব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, গোলাকান্দাইল যুবলীগ নেতা সৌরভ চৌধুরী, যুবলীগ নেতা রিক্তার, আমির,  ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালা, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা  সিয়াম চৌধুরী সহ থানা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশুদিবস উদযাপন করে। এর আগে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়।

প্রসঙ্গত স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা  ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেব উদযাপিত হয়। রূপগঞ্জেও নানা আয়োজনে উদযাপন হয়েছে ।