সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে রবিবার বিকেল ৫ টায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অলিউল্লাহ বাহারের সার্বিক তত্ত্বাবধানে ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজিব, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ও সাবেক সভাপতি হামজালা। সভায় আরো উপস্থিত ছিলেন, আসন্ন ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী তারেকুল ইসলাম ভূইয়া রানা, ভুলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার কামাল ভূঁইয়া, সাবেক মেম্বার মোখলেছুর রহমান, আওয়ামলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, দেলোয়ার ভূইয়া, ইউসুফ ভূইয়া, ৮নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রতন, ভুলতা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহিনসহ ভুলতা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
পরে সাইফুল ইসলাম শান্তর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মাঝিপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন।