আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুলতায় কম্বল বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল, অসহায় ও দরিদ্র, নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রূপস। শনিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশক্রমে উপজেলার ভূলতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আউখাব ও বলাইখা এলাকাতে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল ও ৩‘শ পরিবারের সুবিধার্থে বিশুদ্ধ পানির অভাব পূরনের লক্ষ্যে একটি সাবমারসিবলও বিতরণ করা হয়। এসময় তিনি বৃদ্ধ ও শিশু-কিশোরদের গাঁয়ে শীতের কম্বল পড়িয়ে দেন এবং উপস্থিত সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, ভূলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবু, সহ-সভাপতি ওয়ালউদ্দি ভূঁইয়া, সৈয়দ আলামিন প্রমুখ।